• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৫ জুলাই ২০২৫, ০৭:০২ পি.এম.
কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিল করার প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে রৌমারী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে রৌমারী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা  প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, "পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা তুলে দেওয়ার পর এখন আবার বৃত্তি পরীক্ষায়ও বেসরকারি শিক্ষার্থীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে শিক্ষা মন্ত্রণালয় এক চরম বৈষম্যমূলক সিদ্ধান্ত নিয়েছে। এটি দেশের শিক্ষাক্ষেত্রে চরম বৈষম্য তৈরি করবে।

তারা আরও বলেন, সরকারি-বেসরকারি সব শিক্ষার্থীর জন্য শিক্ষার অধিকার সমান হওয়া উচিত। অথচ এখানে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একপ্রকার অযোগ্য ধরে নেওয়া হচ্ছে। এটি শিক্ষার মৌলিক নীতির পরিপন্থী এবং মেধা বাছাইয়ের সুযোগকে সংকুচিত করছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, শিক্ষক সহকারি অধ্যাপক হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান, রিফাতুল আলমসহ অন্যান্য কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষকবৃন্দ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে পড়–য়া বহু শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত ভালো ফলাফল করে। অথচ কেবলমাত্র প্রতিষ্ঠানটির সরকারি না হওয়ার কারণে তারা বঞ্চিত হচ্ছে, যা শিশুদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে এবং ভবিষ্যতে মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মানববন্ধনে রৌমারী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। তারা অবিলম্বে এ বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে দেশের সব ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানান।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষা হোক সমতা ও মানবিকতার হাতিয়ার। এমন বৈষম্যমূলক নীতি যেন ভবিষ্যতের প্রজন্মকে হতাশ না করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়