দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ


গোপালগঞ্জের সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন তিনি।
পদত্যাগ করা ওই নেতার নাম ফাইম ভূঁইয়া (১৮)। তিনি উপজেলার চন্দ্র দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
দল ছাড়ার বিষয়ে ফাইম বলেন, ‘আমার অজান্তে আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করছি।’
তিনি বলেন, ‘আমার নাম ছাত্রলীগে জড়ানো হয়েছে আমাকে ও আমার পরিবারকে হেয় করার জন্য।
আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃণা করি। আমার বয়স যখন ১১, তখনই নাকি আমাকে কমিটিতে রাখা হয়েছে।’
ফাইম আরো বলেন, ‘আজ থেকে আমার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। আমি এমন একটি সংগঠনের অংশ হতে চাই না, যেটা নিয়ে এত বিতর্ক।
ভিওডি বাংলা/ এমএইচ
বরগুনায় সংরক্ষিত বনাঞ্চল দখলের মহোৎসব
বরগুনা ও পটুয়াখালী বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত …

রাজবাড়ীতে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এক হাজার পিস …

দায়িত্বরত চিকিৎসক না থাকায় রুগীর মৃত্যু!
২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডা. কালিপদ …

নিদ্রা সমুদ্র সৈকত ও নিদ্রা চড়: বরগুনার তালতলীর লুকায়িত সৌন্দর্য
বরগুনা জেলার তালতলী উপজেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের এক …
