• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি    ২৫ জুলাই ২০২৫, ০৮:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন তিনি। 

পদত্যাগ করা ওই নেতার নাম ফাইম ভূঁইয়া (১৮)। তিনি উপজেলার চন্দ্র দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

দল ছাড়ার বিষয়ে ফাইম বলেন, ‘আমার অজান্তে আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করছি।’

তিনি বলেন, ‘আমার নাম ছাত্রলীগে জড়ানো হয়েছে আমাকে ও আমার পরিবারকে হেয় করার জন্য।

আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃণা করি। আমার বয়স যখন ১১, তখনই নাকি আমাকে কমিটিতে রাখা হয়েছে।’

ফাইম আরো বলেন, ‘আজ থেকে আমার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। আমি এমন একটি সংগঠনের অংশ হতে চাই না, যেটা নিয়ে এত বিতর্ক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়