মাইলস্টোন ট্রাজেডি
চার দিন যন্ত্রণার পর মারা গেল জারিফ


উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ মৃত্যুবরণ করেছে। ৪০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে চার দিন আইসিইউতে যন্ত্রণায় ভুগে চলে গেল মা-বাবার একমাত্র ছেলে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে ঢামেক বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ। তার মৃত্যুতে মাইলস্টোন ট্রাজেডিতে নিহত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৩৪ জনে।
উত্তরা ১২ নম্বর সেক্টরের বাসিন্দা জারিফ দুই ভাইবোনের মধ্যে ছোট এবং একমাত্র ছেলে। পড়ত সপ্তম শ্রেণিতে। প্রতিদিনের মতো বইখাতা গুছিয়ে স্কুলে গেলেও, আর ফেরেনি সে।
জারিফের বাবা হাবিবুর রহমান বলেন, “সে আমার একমাত্র ছেলে। ওরাই ছিল আমার সবকিছু। আব্বু যেন আবার আমার বুকে ফিরে আসে, এটাই দোয়া চাই।”
ঘটনার দিন তার মা রাশেদা ইয়াসমিন নিজে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরেছিলেন। ঘটনার পরপরই স্বজনেরা স্কুলে ছুটে গেলেও জারিফকে খুঁজে পাননি। পরে একটি বেসরকারি হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, তাকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। পরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বিকেলে নেওয়া হয় আইসিইউতে। সেখানে টানা চার দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার সকালেই নিভে যায় তার জীবনপ্রদীপ।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দীন জানান, – জারিফের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার মতো আরও ১৫ জনের অবস্থা উন্নতির দিকে। তাদের মধ্যে কেউ কেউ আগামী এক-দুই দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন। বর্তমানে চিকিৎসা দিচ্ছে সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল।
এদিকে, হাসপাতাল চত্বরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিমান বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। বার্ন ইনস্টিটিউট জানিয়েছে, এই মুহূর্তে স্কিন বা ব্লাড ডোনেশনের প্রয়োজন নেই এবং আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।
ভিওডি বাংলা/ডিআর
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করারা চেষ্টা করছে। …

রাষ্ট্র সংস্কারে সুজনের ২১ দফা প্রস্তাব
রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য ২১ দফা প্রস্তাব করেছে সুশাসনের জন্য …

জুলাই আন্দোলনে খুনিদের জায়গা এদেশে হবে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার থাকতে …
