• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে লাখো কণ্ঠে শপথ ও আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ০৫:৩০ পি.এম.

জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে আলোচনা সভা, উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেটের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ভার্চুয়াল শপথ পাঠের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুর্শীদের নেতৃত্বে আট দফা শপথ পাঠের পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

পরে ২০২৫-২৬ চক্রের ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচির আওতায় ছয়জন উপকারভোগী নারীর হাতে কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম। পরে অফিসার্স ক্লাবে স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভৈরবে ট্রেনে হামলার বিচার দাবিতে আন্দোলন
ভৈরবে ট্রেনে হামলার বিচার দাবিতে আন্দোলন
ফেনীতে ‘এক টাকার বাজার’, পেল ৫০০ দুস্থ পরিবার
ফেনীতে ‘এক টাকার বাজার’, পেল ৫০০ দুস্থ পরিবার
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট কমিটির নির্বাচন আগামী ১০ নভেম্বর
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট কমিটির নির্বাচন আগামী ১০ নভেম্বর