• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দগ্ধদের চিকিৎসায় সরকার আন্তরিক ও প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই : নাহিদ ইসলাম বেতাগীর কাবিল আকন খাল কচুরিপানায় বন্ধ ভোগান্তিতে এলাকাবাসী মাদারীপুরে দু"গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আহত ৫ আমাদের আঞ্চলিকতার টান দরকার- আবদুস সালাম কুড়িগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার পানিবন্দি মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে ছাত্রদলের আহ্বায়ক রনি কুড়িগ্রামে ট্রিপল মার্ডার ঘটনায় ওসির অপসারণ দাবিতে থানা ঘেরাও চাঁদা আনতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫ মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে সংঘর্ষ নিহত ১

জুলাই অভ্যুত্থানে বিএনপিকর্মীদের ৯০% ক্ষতিগ্রস্ত: আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ০৯:৩৪ পি.এম.
চট্টগ্রামে পেশাজীবী পরিষদের আলোচনা সভা ও বিভাগীয় সমাবেশে নেতাকর্মীরা । সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ৯০ শতাংশের বেশি বিএনপির নেতাকর্মী হলেও দলটি এ আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভাজন করতে চায় না।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা ও বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, "মুক্তিযুদ্ধের কৃতিত্ব যেভাবে জোর করে নিজেদের নামে নিয়েছে আওয়ামী লীগ, ঠিক তেমনভাবে আমরা জুলাই আন্দোলনের কৃতিত্ব নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এটি ছিল ১৮ কোটি মানুষের আন্দোলন।"

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সব অঙ্গসংগঠন এই আন্দোলনে সক্রিয় ছিল উল্লেখ করে তিনি বলেন, “এই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান। তবে আমরা চেয়েছি এটিকে জাতীয় আন্দোলন হিসেবে তুলে ধরতে।”

আন্দোলনে পেশাজীবীদের ভূমিকাকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আমাদের নেতাকর্মীদের জীবন ও পরিবার ধ্বংস হয়ে গেছে, কেউ কেউ চিকিৎসার সুযোগ না পেয়ে জেলেই মৃত্যুর শঙ্কায় ছিলেন।”

সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক, অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, ডা. ইফতেখার ইসলাম লিটন, ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ড. এসএম নসরুল কাদির, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, শামসুল হক হায়দরী প্রমুখ।

সভায় পেশাজীবী নেতারা বলেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। আলোচনা শুরুর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার-পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা
চার-পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা
সজীব ওয়াজেদ জয়কে সভাপতি করে দল পুনর্গঠনের পথে আ. লীগ
সজীব ওয়াজেদ জয়কে সভাপতি করে দল পুনর্গঠনের পথে আ. লীগ
জামায়াত বিভাজনের রাজনীতি চায় না -মোহাম্মদ সেলিম উদ্দিন
জামায়াত বিভাজনের রাজনীতি চায় না -মোহাম্মদ সেলিম উদ্দিন