• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুষ্টিয়া দৌলতপুরে দোয়া মাহফিল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:    ২৭ জুলাই ২০২৫, ১১:৫৬ এ.এম.

ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত । জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি  সহ -সম্পাদক মোঃ আখতারুজ্জামান সজল এর সার্বিক সহযোগিতায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ জুলাই) রাত ৮ টার সময় ফিলিপ নগর সবুজ মার্কেট চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ -সম্পাদক ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার শিক্ষা সচিব মো:আখতারুজ্জামান সজল।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মোঃ কুদ্দুস আলী মাস্টার, মো: সাহাব আলী  মাস্টার , জেলা কৃষক দলের সদস্য নবাব আলী মাস্টার, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আউয়াল মেম্বার, ইউনিয়ন বিএনপি'র  সদস্য প্রভাষক সেন্টু প্রমুখ। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা মোঃ হাবিবুর রহমান, হাফেজ মাওলানা মোঃ শাহজালাল, হাফেজ আব্দুর রহমান শাওন।

অনুষ্ঠিত দোয়া মাহফিলে নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা সহ তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্য কালে কৃষকদলের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান সজল বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে, প্রশিক্ষিত বিমানের ক্ষেত্রে ভালো কোন বিমান বাংলাদেশে নেই। বিগত ফ্যাসিস্ট সরকার দুর্নীতি করে দেশকে এতিম  বানিয়ে পালিয়েছে। প্রত্যেকটা সেক্টরকে পঙ্গু বানিয়েছে। প্রকৃত মেধাবীদের মূল্যায়ন না করে আওয়ামী দোসরদের চাকরি দিয়েছে, দেশ মেধা  শূন্য হয়েছে। মারাত্মক অবহেলা, অব্যবস্থাপনা এবং ঠিক ঠাক  মেরামত না করার কারণে বিমানটি বিধ্বস্ত হয়, দায় সরকার এড়াতে পারে না। 

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে সেনা অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে সেনা অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার
মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে সংঘর্ষ অগ্নিসংযোগের পর ১৪৪ ধারা জারি
মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে সংঘর্ষ অগ্নিসংযোগের পর ১৪৪ ধারা জারি
পাবনায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ
পাবনায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ