• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পদত্যাগ করেছেন মেঘনা ব্যাংকের এমডি

   ২৭ জুলাই ২০২৫, ০৬:২১ পি.এম.
কাজী আহ্সান খলিল। ছবি-সংগৃহীত

মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আহ্সান খলিল পদত্যাগ করেছেন। রোববার (২৭ জুলাই) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কাছেও অনুলিপি দিয়েছেন।

আজ সন্ধ্যায় ছয়টার দিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, তিনি বিষয়টি এখনো জানেন না। তার কাছে পদত্যাগপত্রের অনুলিপি তখনো আসেনি। তবে পদত্যাগ করার এখতিয়ার তার রয়েছে। 

প্রসঙ্গত, খলিল ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মধুমতি ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকে কাজ করেছেন। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিউচুয়াল ফান্ড বিধিমালার বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিক্ষোভ
মিউচুয়াল ফান্ড বিধিমালার বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিক্ষোভ
পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার
পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার
মুনাফা বাড়লেও লভ্যাংশ বাড়ায়নি স্কয়ার টেক্সটাইল
মুনাফা বাড়লেও লভ্যাংশ বাড়ায়নি স্কয়ার টেক্সটাইল