বৈছাআ প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে


ইবি প্রতিনিধি:
ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের দায়ে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বুরহান মিয়ার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সহ-সমন্বয়ক গোলাম রব্বানী।
রোববার (২৭ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে প্রক্টর বরাবর অভিযোগ জমা দেন রব্বানী। তবে এর আগে গতকাল বুরহান মিয়া হুমকি ও প্রাণনাশের অভিযোগ করেছিলেন সহ সমন্বয়ক রব্বানীর বিরুদ্ধে।
অভিযোগপত্রে রব্বানী উল্লেখ করেন, গতকাল (২৬ জুলাই) মো. বুরহান মিয়া (ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজি, রোলঃ ১৯১৮০১৪, রেজিষ্ট্রেশন ১৩২২ এবং শিক্ষাবর্ষ ২০১৯-২০) আমার বিরুদ্ধে একটা হুমকির অভিযোগ দিয়েছে। এটি পুরোপুরি মিথ্যা যা আমার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন এবং হাজার হাজার শহীদকে ধারণ করা সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা ঘৃণ্য ষড়যন্ত্র। আমি আমার পরিচয় দিয়ে এবং নিজ নম্বর থেকেই কল দিয়েছিলাম একটা ব্যক্তিগত প্রয়োজনে। আমি যদি হুমকিই দিতাম তাহলে নিজ পরিচয় প্রকাশ করে এবং নিজ নম্বর থেকে তো দেওয়ার কথা না। এটা তো পুরোপুরি স্পষ্ট। এবং তা কয়েকদিন আগের কথা। তারপর থেকে তার সঙ্গে এখন পর্যন্ত আমার আর কোন কথা হয়নি। তার (বুরহান) অভিযোগ পত্রটিতে মিথ্যা দিয়ে ভরে আমার সম্মান নষ্ট করেছে।
অভিযোগ পত্রে আরও লিখেন, মো. বুরহান মিয়া আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমার সম্মান ক্ষুণ্ন এবং হেয় করেছে সবার নিকট। আমি এর বিরোধিতা করি এবং শাস্তি দাবি করছি।
ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম
বাকৃবির উদ্যোগে গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি:
ময়মনসিংহ সদরের সাথিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে "গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, …

বাকৃবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) …

ছাত্রলীগ ‘আখ্যা’ দিয়ে ঢাবি ছাত্রদল কর্মীকে হয়রানির অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জান্নাতুল …
