• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসিয়ানে যোগে মালয়েশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০৮:৫৮ পি.এম.
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নুরুল ইজ্জাহ আনোয়ার। সংগৃহীত ছবি

রোববার (২৭ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আসিয়ানে অংশীদার হওয়ার প্রত্যাশার কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং এজন্য আমাদের মালয়েশিয়ার সমর্থন প্রয়োজন। বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আবেদন করেছে।”

তিনি আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান সভাপতি দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশের আবেদন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সেক্টরাল অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে আসিয়ানের পূর্ণ সদস্যপদ অর্জনেও অগ্রসর হবে।”

বৈঠকে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এটি আমাদের দেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা অনেক মূল্যবান প্রাণ হারিয়েছি।”

সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও চলমান সংস্কার প্রক্রিয়ার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আমরা একটি বড় রকমের সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদী হাসিনার শাসনের অবসান ঘটিয়েছে। এটি যুব-নেতৃত্বাধীন আন্দোলন হিসেবে শুরু হলেও পরে সব শ্রেণির মানুষ এতে যোগ দিয়েছে।”

এ সময় তিনি নুরুল ইজ্জাহকে তার রাজনৈতিক দলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানান।

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এশিয়া দ্রুত বাড়ছে, কিন্তু বাংলাদেশে রয়েছে বিশাল তরুণ জনগোষ্ঠী। আমাদের প্রায় অর্ধেক জনগণের বয়স ২৭ বছরের নিচে। এখানেই শিল্প স্থাপন করুন, এখান থেকে পণ্য রপ্তানি করুন—এতে আমাদের উভয় দেশের অর্থনীতি লাভবান হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান ডিএমটিসিএলের
মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান ডিএমটিসিএলের
নৌ ও মৎস্য সুরক্ষায় একসাথে ৩ মন্ত্রণালয়: নৌপরিবহন উপদেষ্টা
নৌ ও মৎস্য সুরক্ষায় একসাথে ৩ মন্ত্রণালয়: নৌপরিবহন উপদেষ্টা
১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ
১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ