খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের


ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে।
এ ছাড়া কাটজ ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) কাটজ প্রকাশ্যে খামেনিকে হত্যার হুমকি দেন। সেই সঙ্গে ইরানে নতুন করে হামলার সতর্কবার্তা দিয়েছেন।
ইসরায়েলের দক্ষিণ রামন বিমান ঘাঁটি পরিদর্শনেকালে কাটজ এসব হুমকি দিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমি স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যে যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে।
কাটজ কড়া বার্তা দিয়ে বলেছেন, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে হামলা হবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।
তবে ইসরায়েলের এসব হুমকি বার্তায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।
এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে দুই দেশের মধ্যে সংঘাত টানা ১২ দিন ধরে চলে।
সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণু বিজ্ঞানীসহ সাত শতাধিক নিহত হয়েছেন। এ ছাড়া এই সময় ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ভিওডি বাংলা/ডিআর
যুক্তরাষ্ট্রকে সতর্ক করল উত্তর কোরিয়া
হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম …

সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে অস্ট্রেলিয়ার নারী এমপির প্রথম ভাষণ
মা হওয়ার পর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে রাজনীতিতে। …

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি পুলিশসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের …
