• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীদের আন্দোলন ইসলাম ধর্ম থেকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরের কার্যক্রম পান্না ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলায় তিনজনের মৃত্যুদন্ড বরিশালে ৫ এতিম ভাতিজির সম্পত্তি আত্মসাতের অভিযোগ চিকিৎসার জন্য ফের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া আমি কারো মতো হতে চাই না- সারজিস আলম আমতলীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান আমতলীতে ব্র্যাকের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগবাটী ইউপি প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্যের অভিযোগ জিএম কাদের বিহীন জাতীয় পার্টি তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে- জিএম কাদের

জাতীয় নির্বাচন: আগস্টের প্রথম সপ্তাহেই আসতে পারে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুলাই ২০২৫, ১১:১৭ এ.এম.
প্রতীকী ছবি

আগস্ট মাসের প্রথম সপ্তাহে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) বার্তা পাঠাবে সরকার।

গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগস্টের শুরুতেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে এই ঘোষণা দেবেন বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। এজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলবে তারা। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য গড়ে তুলতে জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে প্রস্তুত করেছে ‘জুলাই সনদ’-এর খসড়া, যা ৫ আগস্টের মধ্যে চূড়ান্ত হতে পারে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এরই মধ্যে তিন দফায় ১৪টি দল-জোটের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

বিএনপিও বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, –প্রধান উপদেষ্টা যদি নির্বাচনকাল ঘোষণা করেন, আমরা খুশি হব। কারণ, এটাই তো আমাদের দাবি ছিল।

তবে জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার ও বিচারের অগ্রগতির আগে নির্দিষ্ট তারিখ ঘোষণাকে বাস্তবতা-বিচ্যুতি বলছে। জামায়াতের নায়েবে আমির তাহের বলেন, জুলাই সনদের আগেই তারিখ ঘোষণা করলে তা হবে –ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, জুলাই সনদ চূড়ান্ত হলেই তারা নির্বাচনের তারিখ ঘোষণায় কোনো আপত্তি দেখছেন না। সরকারের লক্ষ্যও হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নিশ্চিত করে জুলাই সনদে ঐকমত্য তৈরি করা।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, খসড়া সনদ নিয়ে বড় রকমের আপত্তি না উঠলে সেটি সরাসরি চূড়ান্ত করা হবে এবং দলের মতামতগুলো যুক্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সার্বিকভাবে আগস্টের শুরু থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক
হঠাৎ বাজল ফায়ার অ্যালার্ম, জাতীয় ঐকমত্য বৈঠক স্থগিত
হঠাৎ বাজল ফায়ার অ্যালার্ম, জাতীয় ঐকমত্য বৈঠক স্থগিত
চিকিৎসকরা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক: প্রধান উপদেষ্টা
চিকিৎসকরা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক: প্রধান উপদেষ্টা