চিকিৎসকরা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক: প্রধান উপদেষ্টা


২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আহতদের সেবায় নিয়োজিত চিকিৎসকদের ‘বিপ্লবের নায়ক’ আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চিকিৎসকেরা শুধু পেশাদার নন—তাঁরা জাতির বিবেক, সাহস ও মানবতার প্রতীক।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জুলাই স্মরণ আয়োজনে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ইউনূস। এতে অংশ নিয়েছিলেন আন্দোলনের সময় আহতদের সেবা দেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
বার্তার শুরুতেই তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
গণঅভ্যুত্থানের সময়কার রাষ্ট্রীয় নিপীড়নের প্রসঙ্গে ইউনূস বলেন, –ফ্যাসিবাদী সরকার শুধু গুলি চালিয়ে থেমে থাকেনি, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কেউ চিকিৎসাও না পায়।– অথচ সেসময় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিরবচ্ছিন্নভাবে আহতদের সেবা দিয়েছেন—নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও পিছু হটেননি।
তিনি জানান, কেউ কেউ গোপনে চিকিৎসা দিয়েছেন, নাম-পরিচয় না লিখে, কেউ আবার গ্যারেজ বা বাসায় অস্থায়ী চিকিৎসাকেন্দ্র গড়ে তোলেন। অনেকে নিজের টাকায় ওষুধ ও যন্ত্রপাতি সংগ্রহ করেছেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রক্তেরও ব্যবস্থা করেছেন।
প্রফেসর ইউনূস বলেন, –এই চিকিৎসকদের ভূমিকা কোনও যুদ্ধে সম্মুখসারির চিকিৎসকদের চেয়েও বেশি সাহসিকতার উদাহরণ। আপনাদের অবদান জাতি কোনোদিন ভুলবে না।
ভিওডি বাংলা/ডিআর
পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার৷ সোমবার (২৮ …

রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন দিলেন প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন …

নির্বাচনের জন্য সেপ্টেম্বর থেকে শুরু হবে পুলিশ প্রশিক্ষণ
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ …
