হঠাৎ বাজল ফায়ার অ্যালার্ম, জাতীয় ঐকমত্য বৈঠক স্থগিত


জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক সংলাপ চলাকালে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় স্থগিত করা হয়েছে বৈঠক। তার আগে বৈঠকে অংশ নেওয়ার পর সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে ওয়াকআউট করেছিল বিএনপি। পরে আবার আলোচনায় ফিরে আসে তারা।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করলে উপস্থিত সবাই নিরাপত্তার কারণে ভবন থেকে বেরিয়ে আসেন। এতে শেষ পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের ২০তম দিনের বৈঠক স্থগিত করা হয়।
এর আগে সকাল ১১টায় একাডেমিতে কমিশনের দিনব্যাপী বৈঠক শুরু হয়। শুরুতেই কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সূচনা বক্তব্য রাখেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানিয়ে দেন, তার দল আলোচনায় অংশ নিচ্ছে না।
তিনি বলেন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং ন্যায়পালের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়টি আলোচ্যসূচিতে রাখা অনুচিত। এই প্রক্রিয়ায় কমিশনের সুপারিশ বা সংবিধানে নতুন ধারা যুক্ত হলে ভবিষ্যতে সরকার ও রাষ্ট্র পরিচালনায় জটিলতা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ওয়াকআউট করার কিছু সময় পর বিএনপি আবারও আলোচনায় ফিরে আসে। তবে এর মধ্যেই ফায়ার অ্যালার্ম বাজায় বৈঠক কক্ষ খালি করে সবাই বের হয়ে যান। ফলে বৈঠক স্থগিত করে পরবর্তী সময় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভিওডি বাংলা/ডিআর
দুর্ঘটনা তদন্তে আসছে চীনা প্রতিনিধি দল: বিমান বাহিনী
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে চীনা …

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসবাদের …
