বাগবাটী ইউপি প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্যের অভিযোগ


সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষসংক্রান্ত অভিযোগ উঠেলেও এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
সাধারণ জনগণ মনে করছেন, বাগবাটী ইউনিয়ন পরিষদের অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে শিকড় অনেক গভীরে। তারা এই বিষয়টি প্রশাসনিক উচ্চ পর্যায়ে দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউপি সংশ্লিষ্টসুত্রে জানা যায়, অত্র ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, ইউপি সদস্যদের সমন্বয় না করে সিদ্ধান্ত নেওয়া, গরিব অসহায়দের বঞ্চিত করে দলীয় নেতাকর্মীদের সুযোগ-সুবিধা প্রদান এবং প্রকল্পের পিআইসি থেকে প্রকল্প বাজেটকৃত অর্থের ভাগ নেওয়াসহ অনেক ধরনের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে ইউপি সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগনের থেকে।
বিগত সময়ে সরকারের ঈদ উপহার হিসেবে দেওয়া ভিজিএফ এর কার্ড প্রকৃত পক্ষে সুবিধাভোগীদের না দিয়ে সেটা আত্মসাৎ ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন দলীয় নেতাকর্মীদের দেয়ার অভিযোগ পাওয়া যায়।
অনুসন্ধানে স্থানীয় এক বিএনপি নেতা ডেভিডকে একাধিক কার্ড দেয়ার সত্যতা পাওয়া যায়। এমনকি প্রশাসক সেটা নিজেও স্বীকার করেছেন এবং এই কার্ড গ্রুপিং রাজনীতির এক পক্ষকে দেওয়ায় সেটাকে কেন্দ্র করে অন্য পক্ষ পরিষদে অপ্রীতিকির ঘটনার সৃষ্টি করে, যার ফলে ঈদ উপহারের চাল থেকে বঞ্চিত হয় প্রকৃত কার্ড প্রাপ্তিরা। এ নিয়ে সাধারণ জনগণের মনে ক্ষোভ ও নিন্দার জড় উঠে কিন্তু কৌশলে সেটাকে ধামাচাপা দেওয়া হয়।
সম্প্রতি গোপন সূত্রে জানা যায়, কাবিখা উন্নয়ন প্রকল্পের আওতায় পশ্চিম গাড়াদহ পাকা রাস্তা হতে আকবরের বাসা পর্যন্ত পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকার কাজে উক্ত প্রকল্পের পিআইসির নিকট ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে প্রসাশক সোহেল রানার বিরুদ্ধে।
প্রকল্পের পিআইসি সভাপতি ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, পরিষদে দ্বায়িত্বপ্রাপ্ত প্রসাশক মোঃ সোহেল রানা অনেক ভালো মানুষ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আগে জানলে আমার প্রকল্পের ভাগ হিসেবে ৫০ হাজার টাকা দেয়ার বিষয়টা কারও সাথে শেয়ার করতাম না। আমি সরল মনে বিষয়টি বলেছি এখন সেটা প্রকাশিত হয়ে গেছে এমনটা বুঝতে পারিনি।
বাগবাটী ইউপি প্রসাশক মোঃ সোহেল রানা বলেন, আমাকে সরানোর জন্য এসব ষড়যন্ত্র চলছে। পাঁচ লক্ষ ২৫ হাজার টাকার কাজে ৫০ হাজার টাকা যদি আমাকে দেয় তাহলে কাজ চলবে কেমনে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন বলেন, "বাগবাটী ইউনিয়ন পরিষদের বিষয়টি আমি নিজেই দেখছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/দিল/এম
সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক সুবিধাবঞ্চিত দুই হাজার নারী পুরুষকে বিনামূল্যে …

কাঠের পুলে ঝুঁকি, কাদায় হেঁটে জীবন—গ্রামের মানুষ চায় মুক্তি!
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ধুনাইল গ্রাম হয়ে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের …

ফুলবাড়ীতে শাপলা তুলতে গিয়ে ডোবার পানিতে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা তুলতে গিয়ে ষষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু …
