রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন দিলেন প্রধান বিচারপতি


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই প্রতিবেদন পেশ করেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
প্রতিবেদন পেশ করার সময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন ‘বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটি’র চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। কমিটির সদস্য- হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহ।
সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদনে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম, উন্নয়নমূলক পদক্ষেপ এবং বিচারিক কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়, যা বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে পেশ করে থাকেন।
প্রতিবছর সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতিকে পেশ করা হয়, যা বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় কমিটির সদস্যরা প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রধান বিচারপতি তার দায়িত্ব গ্রহণের পর থেকে বিচার বিভাগের কার্যকারিতা উন্নত করার জন্য যেসব পদক্ষেপ নিয়েছেন, তার অগ্রগতি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা। পাশাপাশি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম, মামলা নিষ্পত্তি, বিচারিক প্রক্রিয়া এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রমের তথ্য ও বর্ণনা থাকতে পারে বলে জানান তিনি।
ভিওডি বাংলা/ এমপি
দুর্ঘটনা তদন্তে আসছে চীনা প্রতিনিধি দল: বিমান বাহিনী
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে চীনা …

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসবাদের …
