• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক: শিশির মনির

   ২৮ জুলাই ২০২৫, ০৬:৫৬ পি.এম.
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। ছবি-সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে হেয় করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নেত্রকোণায় একটি মন্তব্য করেছেনে। এরই মধ্যে বাবরকে হেয় করে কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে এক স্ট্যাটাসে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। 

সোমবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজে অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের তিনি লেখেন জনাব লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক। তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও লেখেন, সম্মান দেখান, তবেই আপনি সম্মান পাবেন।

এর আগে, রোববার (২৭ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্সূচি ঘিরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত সমাবেশে এনসিপি নেতা নাসীরুদ্দীন বাবরকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের বড় ঘটনা ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি হ্যান্ডেলই করতে না পারেন, তাহলে নিয়ে আসলেন কেন? দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
“মজলুম থেকে জালিম হইয়েন না”— যুব উপদেষ্টার বার্তা
“মজলুম থেকে জালিম হইয়েন না”— যুব উপদেষ্টার বার্তা
হান্নান মাসউদ বেড়ার ঘর থেকে গুলশানের আলিশানে
নীলা ইসরাফিল হান্নান মাসউদ বেড়ার ঘর থেকে গুলশানের আলিশানে
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’