• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক: শিশির মনির

   ২৮ জুলাই ২০২৫, ০৬:৫৬ পি.এম.
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। ছবি-সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে হেয় করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নেত্রকোণায় একটি মন্তব্য করেছেনে। এরই মধ্যে বাবরকে হেয় করে কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে এক স্ট্যাটাসে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। 

সোমবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজে অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের তিনি লেখেন জনাব লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক। তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও লেখেন, সম্মান দেখান, তবেই আপনি সম্মান পাবেন।

এর আগে, রোববার (২৭ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্সূচি ঘিরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত সমাবেশে এনসিপি নেতা নাসীরুদ্দীন বাবরকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের বড় ঘটনা ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি হ্যান্ডেলই করতে না পারেন, তাহলে নিয়ে আসলেন কেন? দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজির সময় আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি
চাঁদাবাজির সময় আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ভেঙে পড়েছে: জিল্লুর রহমান
অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ভেঙে পড়েছে: জিল্লুর রহমান
কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া কোনো কর্মসূচিতে না যাওয়ার আহ্বান-যুবদলের সভাপতি
কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া কোনো কর্মসূচিতে না যাওয়ার আহ্বান-যুবদলের সভাপতি