মানুষের নিরাপত্তা ছাড়া সংস্কার অর্থহীন: মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো সংস্কারই সফল হবে না।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বনানীর কামাল আতাতুর্ক মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ সংগঠনের যৌথ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে না পারলে তাদের সন্তানদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। গুম কমিশনের কাজে আশানুরূপ অগ্রগতি না হওয়ার কথাও উল্লেখ করেন বিএনপি নেতা। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসনের চেষ্টা করা হবে।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।
তিনি অভিযোগ করে বলেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি। এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন, সরকার পুনর্বাসনের উদ্যোগ নেবে।
মির্জা ফখরুল আরও বলেন, যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে পারব কি না জানি না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে।
ভিওডি বাংলা/ডিআর
ইসলামপন্থীদের গণজাগরণ দেখে ভয় পাচ্ছে: চরমোনাই পীর
ঝিনাইদহে অনুষ্ঠিত এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ …

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা প্রতারণার …

আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না- সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, …
