• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার শঙ্কা

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

   ২৯ জুলাই ২০২৫, ০৩:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বায়ু চাপের পার্থক্য বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস
সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
সারাদেশে ১০ দিন বৃষ্টির আভাস
সারাদেশে ১০ দিন বৃষ্টির আভাস