ইবিতে সাজিদের মৃত্যুর প্রতিবেদন প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ্'র মৃত্যুর দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দুপুর ২ টায় সাজিদের মৃত্যুর তদন্ত রিপোর্ট সম্পর্কে অগ্রগতি জানাতে ব্রিফিং করেন তদন্ত কমিটি-সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসময় শিক্ষার্থীদের সাথে কথা বলতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন ও আল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি প্রমুখ।
এসময় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন তদন্তের অগ্রগতি সম্পর্কে বলেন, ‘তদন্ত কাজে আমরা কাজ করেই যাচ্ছি। এমনকি ছুটির দিনেও করে যাব। অনেক তথ্য হাতে এসেছে। তবে তথ্যগুলো পুনরায় ক্রস চেকিং করে আগামী রোববারে রিপোর্ট জমা দিতে পারবো। বাস্তবতা হলো আমাদেরটা তদন্ত কমিটি না, বরং এটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। যা মৃত্যু কিভাবে হয়েছে তা বের করাই আমাদের কাজ। বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজন বোধে অধিকতর তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ঘটনাটি ঘটার পরপরই রুটিন ভিসি ও প্রক্টরিয়ার বডির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। প্রথম দিকে শিক্ষার্থীদের উত্থাপিত যৌক্তিক দাবি সমূহ মেনে নেয়া হয়েছে। খুলনা বিভাগের ডিআইজি আশরাফুল ইসলামের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে ভিসেরা রিপোর্ট কুষ্টিয়ায় পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের কাছে তদন্ত রিপোর্ট এবং ভিসেরা রিপোর্ট আসলে খুব দ্রুতই পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ঘটনা ঘটার পরপরই সাজিদের পরিবার জিডি দায়ের করেছে। যেহেতু মৃত্যুর রহস্য স্পষ্ট হয়নি, তাই মামলার জটিলতা রয়েছে। একই বিষয়ে দু'বার মামলা করা যায় না। তবে পুলিশি মামলায় সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।
ভিওডি বাংলা/ এমএইচ
কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল …

ইবি তারুণ্য'র ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন 'তারুণ্য' ১৭তম বছরে …

তফসিল ঘোষণা, ডাকসুর ভোট ৯ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর …
