• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাংবাদিক টুটুলের ন্যায়বিচার ও মুক্তির দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০৫:৫২ পি.এম.

রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক ও এনটিভি এবং ইউএনবি'র জেলা প্রতিনিধি আহসান হাবীব টুটুলের ন্যায়বিচার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গোয়ালন্দ প্রেসক্লাব।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে গোয়ালন্দ পৌর শহরের প্রধান সড়কে গোয়ালন্দ প্রেসক্লাবের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ডেইলি অবজারভার প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, নয়া দিগন্তের প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, সাংবাদিক টুটুলের ছেলে সিনান আহমেদ শুভ ও মেয়ে লামিয়া সুরভি।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, আমার দেশ গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইফুল রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি উদয় দাস, কালবেলা প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, দৈনিক দিনকাল প্রতিনিধি আক্তাউজ্জামান রনি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক আহসান হাবীব টুটুল পেশাগতভাবে একজন সৎ ও নির্ভীক সাংবাদিক। যদি তিনি কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন, তবে তার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তাঁরা দ্রুত টুটুলের মুক্তির দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
সারিয়াকান্দিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুবচনর উদ্যোগে পাবনা কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুবচনর উদ্যোগে পাবনা কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত