• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুবচনর উদ্যোগে পাবনা কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০৬:৪৪ পি.এম.

পাবনা কলেজে আধুনিক শিক্ষা, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, শিক্ষাদানে নিজেকে যোগ্য শিক্ষক হিসেবে গড়ে তোলা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) পাবনা কলেজের ব্যবস্থাপনায় ‘সুবচন’ নামে পাবনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মশালার আয়োজন করে।

পাবনা কলেজের অধ্যক্ষ জু. হা. মোহাম্মদ আতিকুল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু।

প্রধান আলোচক হিসেবে কর্মশালার সার্বিক দিক তুলে ধরে প্রজেক্টর প্রেজেন্টেশন উপস্থাপন করেন পাবনা সরকারি এডওয়ার্ড  কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজ ইকবাল পিএইচডি। বিশেষ অতিথির বক্তব্য দেন সুবচন’র আহবায়ক ও পাবনা কলেজের উপাধ্যক্ষ মোঃ রাশেদ হোসেন ফারুক।

দিনব্যাপি এই কর্মশালায় উপস্থিত শিক্ষকদের মাঝে নতুন কর্মদ্দোম ফিরে পায়। তাদের দীক্ষার সীমাবদ্ধতায় অনেক অনেক নতুনত্বের সাথে তারা সম্পৃক্ত হতে পারবেন বলে অভিমত ব্যক্ত করেন।

কর্মশালায় পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু উপস্থিত সকলকে আসন্ন এইচএসসি ভর্তিকৃত ছাত্রছাত্রীদের অতিরিক্ত যোগ্যতা নিয়ে অধিক যত্ম সহকারে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অধ্যক্ষ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত শিক্ষকগণকে অভিনন্দন আর অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সুবচন’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ইয়াদ আলী মৃধা পাভেল।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল