• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালয়েশিয়ার কুচিং বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ০৭:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

কুয়ালামপুর থেকে বিমানে করে মালয়েশিয়ার সারাওয়াকের কুচিংয়ে আসেন ১৫ বাংলাদেশি। যেখানে বিমানবন্দরে বিমান থেকে নামার সাথে সাথে তাদের আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। 

মঙ্গলবার (২৯ জুলাই) এক পোস্টে এই তথ্য জানিয়েছে কুচিং বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ। আটকদের সবাইকে সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে। 

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে— প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে তাদের বৈধভাবে প্রবেশের কোনো রেকর্ড নেই। পরবর্তীতে আরও যাচাই বাছাই করে দেখা যায়, তাদের পাসপোর্টে ইমিগ্রেশন বিভাগের নকল স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। 

যেভাবে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে এর মাধ্যমে মূলত ইমিগ্রেশন কর্মকর্তাদের বোকা বানাতে চেয়েছিল তারা। এখন তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে তদন্ত চলছে।

ধারণা করা হচ্ছে, এই বাংলাদেশিরা দালালদের প্রতারণার শিকার হয়েছেন। মালয়েশিয়ার সারাওয়াকে নেওয়ার কথা বলে তাদের থেকে দালালরা ৫ থেকে ৬ লাখ টাকা করে নিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষমা চাইলেন জামায়াত আমির
ক্ষমা চাইলেন জামায়াত আমির
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এনবিআরের সুখবর
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এনবিআরের সুখবর
এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস
এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস