• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে ৪০ আনসার সদস্য বদলি

য‌শোর প্রতি‌নি‌ধি    ৩০ জুলাই ২০২৫, ০১:২৮ পি.এম.

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত- বাংলাদেশের ট্রাক পারাপারের সময় চালকদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠে বন্দরে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হয়। বিষয়টি বন্দরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে অভিযুক্ত ৪০ আনসার সদস্যদের বদলি করা হয়। বন্দরে আমদানি, রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাশ পরীক্ষা, নিরীক্ষায় রয়েছে ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য দায়িত্বে রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন আনসার সদস্যকে বদলি করা হয়েছে পরবর্তীতে অন্যান্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৯শ ট্রাক বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়ত করে। বন্দরটিতে নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের বিরুদ্ধে ভারত ও বাংলাদেশের ট্রাক চালকদের কাছ থেকে প্রতিদিন ১০-২০ ও ৩০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠে। পরবর্তীতে সেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে আনসার সদস্যরা সেটাকে চালকরা খুশি হয়ে বখশিস দেয় বলে দাবি করেন।

এছাড়া দুর্বল নিরাপত্তার কারণে বন্দরে মধ্যে মাদক কারবার নিয়েও রিপোর্ট প্রকাশ হয়। অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়।

বেনাপোল বন্দরের নতুন দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় ১১০বোতল ভারতীয় মদসহ আটক ২
নেত্রকোণায় ১১০বোতল ভারতীয় মদসহ আটক ২
নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-আমিনুর ইসলাম
নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-আমিনুর ইসলাম
বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ
বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ