• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৩:৫৮ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

আসন্ন গণ-অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) ঘিরে দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং জনগণকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, -আগামী ৫ আগস্ট দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যে বিশেষ অভিযান চালাচ্ছে, তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, -নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির চলমান বিশেষ অভিযান একটি নিয়মিত ও রুটিনমাফিক ব্যবস্থা। প্রয়োজন অনুযায়ী তারা এ ধরনের ব্যবস্থা নিতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এ সময় সম্প্রতি রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। উপদেষ্টা বলেন, -এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত চলছে, অপরাধীদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা আজ
জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা আজ
হাওর রক্ষা মানে দেশের সামগ্রিক পরিবেশ রক্ষা: রিজওয়ানা হাসান
হাওর রক্ষা মানে দেশের সামগ্রিক পরিবেশ রক্ষা: রিজওয়ানা হাসান