• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩৯টি সংসদীয় আসনের সীমানা বদলের খসড়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৫:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সারা দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আগামী ১০ আগস্ট পর্যন্ত এ খসড়ার বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন সংক্ষুব্ধ ব্যক্তিরা।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ভোটার সংখ্যা ও ভৌগোলিক ভারসাম্য বিবেচনায় নিয়ে ৩৯টি আসনের সীমানা পুনঃনির্ধারণ করে খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে সংবিধান অনুযায়ী কমিশনের এখতিয়ার রয়েছে।

তিনি আরও জানান, আগামী ১০ আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে যে কেউ আপত্তি জানাতে পারবেন। পরে আপত্তিগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহিংসতা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ
সহিংসতা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ
পল্লী বিদ্যুতের আন্দোলনে দেশবিরোধী শক্তির ইন্ধন রয়েছে: প্রেস সচিব
পল্লী বিদ্যুতের আন্দোলনে দেশবিরোধী শক্তির ইন্ধন রয়েছে: প্রেস সচিব
পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর: শফিকুল আলম
পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর: শফিকুল আলম