আগামী কয়েক দশকে এ সুযোগ পাবো না- আসিফ নজরুল


আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্র মেরামত, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে সেটা মিস করলে আগামী কয়েক দশকেও এ সুযোগ আর পাবো না। কাজেই এ সুযোগ আমাদের কোনোভাবেই মিস করলে চলবে না।
বুধবার (৩০ জুলাই) বিকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সরকারি সার্ভিস অধ্যাদেশ ২০২৫ এর খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভা আয়োজন করে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
তিনি বলেন, আমরা অনেক সময় অনেক সুযোগ পেয়েছি।মহান মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতা সংগ্রামের পর পেয়েছি। এরপর আমরা ১৯৯১ সাল, ২০০৮ সালেও পেয়েছিলাম তো কোনো সুযোগই আমরা সৎভাবে ব্যবহার করতে পারিনি৷ এবার আমার মনে হয় এত ত্যাগ ও এত রক্ত ক্ষয়ের পর আমাদের যে রাষ্ট্র মেরামতের সুযোগ এসেছে, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে এবার যদি আমরা সে সুযোগ মিস করি তাহলে আমার মনে হয় আগামী কয়েক দশকে এ সুযোগ পাবো না। কাজেই এসুযোগ আমাদের কোনোভাবেই মিস করলে চলবে না।
আসিফ নজরুল বলেন, আমরা একটা জিনিস সব সময় শুনতে পাই নিম্ন আদালতে বা উচ্চ আদালতে দুর্নীতি বা অনিয়ম হয়। তবে সেখানে অনেক পক্ষ থাকে। শুধু স্টাফ বা জজরা করে তা কিন্ত নয়। সেখানে সরকারি আইনজীবীদেরও একটা ভূমিকা থাকে। আমি রিসার্চ করে দেখেছি তারা অত্যন্ত অল্প টাকা পান। বিশেষ করে যারা পাবলিক প্রসিকিউটর অফিসে আসেন৷ তারপরও এটার প্রতি প্রচণ্ড রকমের আগ্রহ থাকে সবার৷
তিনি বলেন, আমি এমনও অভিযোগ শুনেছি মনে কিছু নিয়েন না। অনেকে সরকারি উকিল হয়েও প্রতিপক্ষ থেকে টাকা নিয়ে থাকেন। এরকম কিছু উদাহরণ আছে, তবে সবাই না। অনেকেই আবার ভালো প্রাক্টিস করছেন।
আইন উপদেষ্টা বলেন, আমাদের যে কোনো আইন করার ক্ষেত্রে সব সময় একটা আশঙ্কা থাকে। আইন করাতো আসলে খুব কঠিন কাজ না। এটা সত্যি যে সংসদে আলোচনার মাধ্যমে আইন হচ্ছে না। কিন্তু আমাদের এখানে যারা স্টেকহোল্ডাররা আছেন যদি তাদের আনা যায় তাহলে সংসদ সদস্যদের যে মান ছিলো তাদের থেকে অনেক ভালো হবে বলে আমার ধারণা। আমাদের যেসব অধ্যাদেশ হয় সেটা সংসদীয় আইন থেকে তত্ত্বাবোধায়ক সরকারের আমলে যে অধ্যাদেশগুলো হয় সেটা অনেক ভালো হয়।
ভিওডি বাংলা/ এমপি
থানা হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা: আইজিপি
জনগণকে হয়রানিমুক্ত ও মানবিক সেবা দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশপ্রধান বাহারুল …

ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ল
বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করতে আগ্রহীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি …
