খোকসাতে বিয়ে বাড়িতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার


কুষ্টিয়া খোকসাতে বিয়ে বাড়িতে ডাকাতি মামলার আসামি আতিয়ার মন্ডল (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার বিলজানি এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আতিয়ার মন্ডল বশোয়া গ্ৰামের মোন্তাজ মন্ডল এর ছেলে।
জানা যায়, (২০ জুলাই) রাতে খোকসা শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান কুমার রায় (৪৫) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই সময় ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগর টাকা লুট করে নিয়ে যায়। এই বিষয়ে বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে (২২ জুলাই) খোকসা থানায় মামলা দায়ের করে।
উল্লেখ্য, বিধান কুমার এর মেয়ের বিবাহের আগের দিন গভীর রাতে বাড়িতে ডাকাতরা প্রায় ২ লাখ ৯৬ হাজার সমপরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনায় আতিয়ার মন্ডল নামে একজন কে গ্রেফতার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ডাকাতি মামলায় এই পর্যন্ত ৩ জন কে আটক করে হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
সোহানার খোঁজ মিললো সাবেক স্বামীর বাসায়
কুষ্টিয়া কুমারখালী বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম থেকে নিখোঁজ তরুণীর খোঁজ পাওয়া …

বাঁশখালীতে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত …

সাঘাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে ইউপি চেয়ারম্যান আটক
জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম গ্রেপ্তার। গাইবান্ধার সাঘাটা …
