• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাড়ে ৫ কোটি টাকা জব্দ

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি: সিআইডি

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৩:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব অস্থায়ীভাবে ফ্রিজ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাব থেকে মোট ৫ কোটি ৩ লাখ ৩ হাজার ৭৮২ টাকা জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, তদন্তকালে মোতাল্লেস হোসেন এবং তার সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বিশ্লেষণে দেখা গেছে, এসব অ্যাকাউন্টে প্রায় ২৬ দশমিক ৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

এসব অর্থ অবৈধ উপায়ে অর্জিত এবং অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে সিআইডির ধারণা। এজন্য তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রমও খতিয়ে দেখা হচ্ছে।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে এ চক্রে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে বাড়ছে খুন ও সহিংসতা
সারাদেশে বাড়ছে খুন ও সহিংসতা
খুলনায় এক মাসে ৮ খুন
খুলনায় এক মাসে ৮ খুন
কুমিল্লায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা