ডি পলের অভিষেক রাঙালেন মেসি


নিষেধাজ্ঞা কাটিয়ে উত্তর ও মধ্য আমেরিকার লিগ কাপের প্রথম রাউন্ডে অ্যাটলাসের মুখোমুখি হয়েছিলেন তিনি। আর এই ম্যাচ দিয়ে ইন্টার মায়ামিতে অভিষেক হয়েছে আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল।
নিজের প্রত্যাবর্তন এবং জাতীয় দলের সতীর্থের অভিষেক, সবমিলিয়ে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল মেসির। তাই নিজের পায়ে জাদু দেখাতে ভুল করেননি তিনি। জোড়া অ্যাসিস্ট করে ডি পলের প্রত্যাবর্তন রাঙিয়েছেন মেসি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) চেজ স্টেডিয়ামে লিগ কাপের ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। সমানে সমান লড়াইয়ের ম্যাচে সব বিভাগেই এগিয়ে ছিল মায়ামি। তবুও তাদের জয় নিশ্চিত হয় ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে।
প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৫৭তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। মেসির পাসে সহজ এক গোল করেন সেগোভিয়া। ৮০ মিনিটে সমতায় ফেরে অ্যাটলাস। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ পরিণত করেন রিভালদো লোজানো।
তবে নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের ষষ্ঠ মিনিটে মার্সেলোর গোলে জয় নিশ্চিত হয় মায়ামির। সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন মেসি। বল পেয়ে সতীর্থকে পাস দেন তিনি। বল পেয়ে খালি জালে বল পাঠান মার্সেলো।
গোলের পর অবশ্য রেফারি ভিএআরের সাহায্য নেয়। তবে শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়নি। নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির মায়ামি। জুলাই মাসেই পাঁচটি অ্যাসিস্টের পাশাপাশি ৮টি গোলও করেছেন মেসি। ফলে মেজর লিগ সকারে (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতেই।
ভিওডি বাংলা/ এমএইচ
পিএসজিকে মোটা অঙ্কের জরিমানা
স্বপ্নের মতো মৌসুম কাটিয়েছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। ঘরোয়া ট্রেবল …

অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা
অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। …

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত জয়!
প্রিমিয়ার লিগ সামার সিরিজের প্রস্তুতি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে …
