গণতন্ত্র প্রতিষ্ঠার সাথে সাথে বিচার ব্যবস্থা স্ট্যাবলিষ্ট করতে হবে : সরোয়ার


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার বলেছেন, রাষ্ট্র মেরামতের জন্য যে ১১ টি কমিশন করা হয়েছে তার সাথে সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার সাথে সাথে বিচার ব্যবস্থা স্ট্যাবলিষ্ট করতে হবে। ন্যায়বিচার ও আইনের শাসনকে স্ট্যাবলিষ্ট করতে হবে, আর এখনই হচ্ছে এটার সঠিক সময়। বাংলাদেশে বিচারহীনতা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সব থেকে বেশি প্রতিবন্ধক।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলা আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে এসব কথা বলেন তিনি।
এসময় সরোয়ার আরো বলেন, শেখ হাসিনা শুধু আয়না ঘরই বানায়নি, সে বিচার ব্যবস্থাকে শেষ করে দেয়াড় যে চক্রান্ত করছেন সেটি সবার সামনে প্রকাশ হয়েছে। আমরা দেখেছি কীভাবে প্রধান বিচারপতিকে হটিয়ে দিতে হয়ে, আমরা দেখেছি মিথ্যা মামলা দিয়ে কীভাবে দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়, আমরা দেখেছি তারেক রহমানকে খালাস দেয়া বিচারপতিকে মালেয়শিয়ায় পালিয়ে যেতে হয়। এরকম করে তারা গণতন্ত্রকে হত্যা করেছে, আর সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি।
তিনি বলেন, খায়রুল বাশারের গ্রেপ্তারে মানুষ অত্যন্ত খুশি। কারণ তার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে এবং দেশের মধ্যে অরাজক-বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের আহ্বায়ক অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্নার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমনসহ প্রমুখ।
উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে ছাড়াও পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। যেটি আদালত চত্বর হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ভিওডি বাংলা/ এমএইচ
'জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো'
জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো স্লোগান নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন …

ক্লাস্টার ভিত্তিক তরমুজ চাষে কেন্দুয়ায় কৃষিতে সাফল্যের জোয়ার
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি পাতারিয়া গ্রামে প্রথমবারের …

ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় দ্বিতীয় শ্রেনীর এক …
