খুলনায় দুই ভুয়া পুলিশ আটক


খুলনা সদর থানাধীন গগন বাবু রোডের একটি বাসা থেকে ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ দুই ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযানে তাদেরকে আটক করে। তবে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কেএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আটককৃতরা হলেন- খুলনা জেলার বটিয়াঘাটা থানার নিজ গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে শাহেদ হোসেন (৩৩) এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার রায়পুরের মৃত. তৈয়ব আলীর ছেলে জনি চৌধুরী (৪১)। এরমধ্যে শাহেদ হোসেন নগরীর গগন বাবু রোডের একটি বাসায় থাকেন। আর জনি চৌধুরী খালিশপুরের ওয়্যারলেস ক্রস রোড নেভী গেট বসবাস করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহেদ হোসেন ও জনি চৌধুরী নামের দুই ভুয়া পুলিশকে আটক করেন। তাদের কাছে ১টি ওয়াকিটকি এবং স্টেইনলেস স্টিলের তৈরি ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। আটকরা ওয়াকিটকি ও হ্যান্ডকাফ প্রদর্শন করে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে খুলনা শহরসহ আশপাশের এলাকার বিভিন্ন মানুষদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায় করত। তাদের বিরুদ্ধে খুলনা থানার মামলা দায়ের করা হয়েছে।
ভিওডি বাংলা/ডিআর
'জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো'
জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো স্লোগান নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন …

ক্লাস্টার ভিত্তিক তরমুজ চাষে কেন্দুয়ায় কৃষিতে সাফল্যের জোয়ার
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি পাতারিয়া গ্রামে প্রথমবারের …

ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় দ্বিতীয় শ্রেনীর এক …
