জ্বালানি তেলের দাম অপরিবর্তিত


আগামী আগস্ট মাসেও ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা দাম জুলাই মাসের মতো অপরিবর্তিত থাকবে। শুক্রবার (১ আগস্ট) থেকে নতুন এই দর কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক অফিস আদেশ জারি করে জানানো হয়, আগস্ট মাসে জ্বালানি তেলের বর্তমান মূল্যই বহাল রাখা হয়েছে। অর্থাৎ প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং অকটেন ১২২ টাকাই থাকবে।
এর আগে, জুন মাসে সরকার মূল্য সমন্বয় করে ডিজেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে ১০২ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম ৩ টাকা করে কমিয়ে যথাক্রমে ১১৮ ও ১২২ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে গরিবের জ্বালানি হিসেবে পরিচিত কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত বছরের মার্চ মাস থেকে প্রতি মাসে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। সেই ধারাবাহিকতায় কোনো মাসে দাম কমানো হলেও, কিছু মাসে তা অপরিবর্তিত রাখা হয় কিংবা কিছু ক্ষেত্রে মূল্য বৃদ্ধি পায়।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের সময়ে বড় পরিসরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়। তখন গড়ে প্রায় ৪২ শতাংশ দাম বাড়ানো হয়, যা ব্যাপক জনসমালোচনার জন্ম দেয়। পরে সরকার ২৩ দিনের মাথায় তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে সামান্য সমন্বয় আনে।
বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জ্বালানি তেলের দামে কিছুটা স্থিতিশীলতা এসেছে। তবে আন্তর্জাতিক বাজারের দামের উপর নির্ভর করে পরবর্তী মাসগুলোতে কোনো পরিবর্তন হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না।
ভিওডি বাংলা/ডিআর