• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাংবাদিক কাদের গনিকে দেখতে হাসপাতালে আব্দুল মঈন খান

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৯ পি.এম.
চিকিৎসাধীন সাংবাদিক নেতা কাদের গনিকে দেখতে হাসপাতালে ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত

চিকুনগুনিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরীকে দেখতে গেছেন বিএনপির শীর্ষ নেতারা। তার দ্রুত সুস্থতা কামনায় সাংবাদিক ও পেশাজীবীদের ঢল নেমেছে হাসপাতালে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের কাছ থেকে কাদের গনির চিকিৎসা ও শারীরিক অবস্থার বিস্তারিত জানেন ড. মঈন খান। পাশাপাশি বিএনপি ও পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়।

কাদের গনি চৌধুরীর অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কেবিনেট সচিব আবদুল হালিম, সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদারসহ বহু বিশিষ্ট ব্যক্তি।

এছাড়াও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম, প্রো-ভিসি ডা. আবুল কালাম আজাদ, প্রফেসর ডা. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর ডা. শেখ ফরহাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চিকিৎসক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, পেশাজীবী ও শুভানুধ্যায়ীরা হাসপাতালে গিয়ে তার পাশে দাঁড়ান।

সাংবাদিক কাদের গনির অসুস্থতায় দেশের সংবাদমাধ্যম ও পেশাজীবী সমাজে উদ্বেগ দেখা দিয়েছে। সকলে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী হাসপাতালে ভর্তি
বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী হাসপাতালে ভর্তি
সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যসেবায় ডিআরইউ’র ‘খোলা জানালা’ সেবা চালু
সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যসেবায় ডিআরইউ’র ‘খোলা জানালা’ সেবা চালু
আমাদের আঞ্চলিকতার টান দরকার- আবদুস সালাম
আমাদের আঞ্চলিকতার টান দরকার- আবদুস সালাম