• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিউ ইয়র্ক পুলিশে মরণোত্তর পদোন্নতি পেলেন বাংলাদেশি দিদারুল

আন্তর্জাতিক ডেস্ক    ১ আগস্ট ২০২৫, ১২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক পুলিশে মরণোত্তর পদোন্নতি পেলেন বাংলাদেশি দিদারুল ইসলাম। ম্যানহাটনের একটি অফিস ভবনে বন্দুক হামলায় নিহত নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) কর্মকর্তা দিদারুল ইসলামকে শেষ বিদায় জানায় সহকর্মী ও স্বজনেরা। 

নিউ ইয়র্কে বৃহস্পতিবার (স্থানীয় সময়) জানাজা শেষে দিদারুলকে দাফন করা হয় নিউ জার্সির টটোয়ার একটি বেসরকারি কবরস্থানে। এর আগে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে এনওয়াইপিডির পক্ষ থেকে দিদারুলকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড’ পদে উন্নীত করা হয়। এনওয়াইপিডির এক ফেসবুক পোস্টে বলা হয়, ‘নগর রক্ষায় নিজের সর্বস্ব দিয়ে গেছেন দিদারুল ইসলাম।

জানাজায় অংশ নেন এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশসহ বহু কর্মকর্তা, সহকর্মী, স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা। জানাজা ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা ছিল, বসানো হয় ব্যারিকেড।

তার এই আত্মত্যাগ ও সেবা স্মরণে তাকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেডে পদোন্নতি দিয়েছেন কমিশনার জেসিকা টিশ।’

এ সময় জেসিকা টিশ বলেন, ‘দিদারুল ছিলেন এক সত্যিকারের নায়ক। তিনি নায়কোচিতভাবেই আমাদের ছেড়ে গেছেন। শুধু নিউ ইয়র্ক নয়, বাংলাদেশও গর্ব করতে পারে তাকে নিয়ে।

তিনি আরও বলেন, ‘দিদারুল দুই শহরের সন্তান। বাংলাদেশে তার শৈশব, আর নিউ ইয়র্কে গড়ে তোলা সেবামূলক জীবন। ২০ বছর বয়সে দিদারুল নিউ ইয়র্কে আসেন উন্নত জীবনের প্রত্যাশায়। নিজের চেষ্টা ও নিষ্ঠায় তিনি তা অর্জন করেছিলেন।’

দিদারুলের পুলিশ ক্যারিয়ার শুরু হয় স্কুল সেফটি এজেন্ট হিসেবে। পরে তিনি নিয়মিত পেট্রল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সহকর্মীরা জানান, তিনি ছিলেন নিষ্ঠাবান, নির্ভীক ও সবার প্রিয় একজন পুলিশ কর্মকর্তা। কিছুদিন পরই মাত্র ৩৬ বছর বয়সে প্রাণ হারানো দিদারুলের তৃতীয় সন্তানের জন্ম হওয়ার কথা ছিল। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী, দুই সন্তান ও বহু গুণগ্রাহীকে। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষমা চাইলেন জামায়াত আমির
ক্ষমা চাইলেন জামায়াত আমির
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এনবিআরের সুখবর
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এনবিআরের সুখবর
এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস
এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস