• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনা দিল্লিতে বসে সংঘাত সৃষ্টির পরিকল্পনা করছেন: সপু

মুন্সীগঞ্জ প্রতিনিধি    ১ আগস্ট ২০২৫, ০৪:৪৩ পি.এম.
স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, শেখ হাসিনা দিল্লিতে বসে তার মন্ত্রী-এমপিদের নিয়ে শলা-পরামর্শ করে দেশে সংঘাত সৃষ্টির পরিকল্পনা করছেন। ফ্যাসিবাদ বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই। 

শুক্রবার (১ আগস্ট) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

সরফত আলী বলেন, সেনাবাহিনীর মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়ার ঘটনা ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আওয়ামী ফ্যাসিবাদ চলে গেলেও তাদের অনুসারীরা এখনো প্রশাসন ও বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে। তারা আগামী নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে চাইছে।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডা. মোশাররফ হোসেন এবং ঢাকা আসগর আলী হাসপাতালের কার্ডিয়াক এনেস্থেসিওলজি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম। তারা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলসহ প্রায় ১ হাজার ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি, বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাঈল হোসেনসহ স্থানীয় নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা
পাবনায় নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা
৬৭০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন, জিপিএ-৫ পেল ২৭১
৬৭০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন, জিপিএ-৫ পেল ২৭১
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল ঝালকাঠি
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল ঝালকাঠি