• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধানের শীষের কোট পিন পরিয়ে টাকা নিলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক    ২ আগস্ট ২০২৫, ০৪:৪০ পি.এম.
রাকিবুল ইসলাম রাকিব ছবি: সংগৃহীত

আগামী রোববার (৩ আগস্ট) শাহবাগে ছাত্রদলের সমাবেশে ধানের শীষের কোট পিন পরিয়ে টাকা আদায় পুরোপুরি নিষিদ্ধ বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দিয়েছেন তিনি। 

ওই পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, বিগত সময়ে ছাত্রদলের লগো/ধানের শীষের প্রতীক সম্বলিত কোট পিন পরিয়ে টাকা আদায়ের ঘটনাগুলো আমাদের নজরে এসেছে।কোট পিন পরিয়ে টাকা আদায়ের সাথে ছাত্রদলের কোন পর্যায়ের নেতা-কর্মীদের সামান্যতম সম্পৃক্ততা নেই। আগামীকাল ৩ আগষ্টের ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপলক্ষে/পরবর্তীতেও এ ধরনের কর্মকাণ্ড পুরোপুরি নিষিদ্ধ। 

তিনি আরও লেখেন, যদি কেও এ ধরনের কার্যক্রম প্রত্যক্ষ করেন, সাথে সাথে তাদেরকে নিবৃত্ত করবেন। তারা নিবৃত্ত না হলে, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট তাদেরকে সোপর্দ করবেন।  

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭২ ঘণ্টার মধ্যেই ডুবে যেতে পারে দেশের ২০ জেলা
৭২ ঘণ্টার মধ্যেই ডুবে যেতে পারে দেশের ২০ জেলা
ফজলুর রহমানের প্রতি ক্ষোপ প্রকাশ করলেন সারজিস
ফজলুর রহমানের প্রতি ক্ষোপ প্রকাশ করলেন সারজিস
ভয়াবহ বন্যার আশঙ্কা, ঝুঁকিতে ৩০ জেলা!
ভয়াবহ বন্যার আশঙ্কা, ঝুঁকিতে ৩০ জেলা!