• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২ আগস্ট ২০২৫, ০৯:০৪ পি.এম.

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২ আগস্ট) বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া নওলামারী খাপালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ও মৃত আরিফ মোল্লা'র ছেলে তামিম মোল্লা (১৫)। নিহত আরিফ নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন, কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের ছেলে আজিম প্রামানিক (১৬)। সে এবছরই এসএসসি পরীক্ষা দিয়েছেন। একই হাফিজুল প্রামানিকের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন (১৪), ও নাজিম মোল্লার ছেলে হোসাইন মোল্লা (১৪)।

হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের মা ফিরোজা খাতুন জানান, “আমার ভাবী আনোয়ারা বেগম সকালে পাট জাগ দেওয়ার জন্য আমার ছেলে সৌরভ, তার ছেলে আজিম, প্রতিবেশী তামিম এবং হোসাইনকে নিয়ে নওলামারী খাপালে পাট জাগ দিতে গিয়েছিলেন। সেখানে বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।”

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরতদের মাধ্যমে জানা যায়, “বজ্রপাতের আঘাতে পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” 

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের ক্লিন ইমেজের নেতারা মনোনয়ন পাবেন : জাপা
আ.লীগের ক্লিন ইমেজের নেতারা মনোনয়ন পাবেন : জাপা
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
নাগরপুরে এসএসসি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান
নাগরপুরে এসএসসি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান