• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০১:০৭ পি.এম.
শহীদ মিনার প্রাঙ্গণে সাজসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতি-ছবি সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ। ‘বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে শহীদ মিনার প্রাঙ্গণে সাজসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সরেজমিন ঘুরে দেখা যায়, শহীদ মিনারের মূল বেদির ওপর একটি মঞ্চ নির্মাণের কাজ চলছিল। পাশাপাশি, পুরো এলাকা জুড়ে সাউন্ড সিস্টেম বসানোর কাজও চলমান ছিল।

আয়োজকদের বরাতে জানা গেছে, নিরাপত্তা নিশ্চিতে আশপাশের এলাকায় ১০৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে শহীদ মিনারের চারপাশে ছয়টি বড় পর্দা বসানো হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য মোবাইল টয়লেটসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও করা হয়েছে।

ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেছেন। আয়োজকরা জানিয়েছেন, ঢাকা ও ঢাকার বাইরের এক থেকে দেড় লাখ মানুষ এই সমাবেশে অংশ নিতে পারেন।

নতুন রাজনৈতিক দল এনসিপি-যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রণী তরুণদের নিয়ে গঠিত-তাদের ইশতেহার ঘোষণার জন্য আজকের সমাবেশে দেশজুড়ে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

এনসিপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে একই সময়ে রাজধানীর শাহবাগে ছাত্রদলের জাতীয় ছাত্রসমাবেশ কর্মসূচি থাকায় কিছুটা উত্তেজনার আশঙ্কা রয়েছে। এনসিপির এক কেন্দ্রীয় নেতা বলেন, ‌‘একই দিনে ছাত্রদল ও এনসিপির কর্মসূচি থাকায় কিছু এলাকায় বাধার খবর পাচ্ছি। তবে সংঘাত এড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। আমরা পরিস্থিতি শান্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে: ফখরুল
ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে: ফখরুল
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ
ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ