• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় অবৈধ কারেন্ট জাল ও হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৮:০৯ পি.এম.

কুষ্টিয়া মিরপুরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০০ কেজি অবৈধ চায়না দুয়ারী জাল, ১০০ গ্ৰাম হেরোইন এবং ৩০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট  উদ্ধার করেছে বিজিবি।

রোববার (৩ আগষ্ট ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন কাতলামারী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন ,  কাতলামারী, মিরপুর এলাকায়   বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩০০ কেজি অবৈধ চায়না দুয়ারী উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ১২,০০,০০০ /- (বারো লক্ষ) টাকা। ভারতীয় ০.১০০ কেজি হেরোইন এবং ৩০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ২,৯০,০০০/- (দুই লক্ষ নব্বই হাজার) টাকা। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ১৪,৯০,০০০/- (চৌদ্দ লক্ষ নব্বই হাজার) টাকা।

মালিকবিহীন অবস্থায় আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল এবং মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা রাখা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র বিরোধীদের টার্গেট এখন জাতীয়তাবাদী শক্তি: রিজভী
গণতন্ত্র বিরোধীদের টার্গেট এখন জাতীয়তাবাদী শক্তি: রিজভী
কুড়িগ্রামে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাগরপুরে আতিকের লিফলেট বিতরণ ও আলোচনা সভা
নাগরপুরে আতিকের লিফলেট বিতরণ ও আলোচনা সভা