• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তোলা হবে : জারা

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৯:১৩ পি.এম.
সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা I সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, দেশের প্রতিটি এলাকায়, মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করা হবে।

রোববার (৩ আগস্ট) বিকেলে শহীদ মিনারে এনসিপির আয়োজিত সমাবেশে তিনি বলেন, ‘আমরা এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাথমিক চিকিৎসা শুরু হবে। প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে, যাতে অপ্রয়োজনীয় পরীক্ষা এড়ানো যায় এবং ভুল চিকিৎসার ঝুঁকি কমে।’

তিনি আরও বলেন, ‘আমরা জুলাই মাসের পদযাত্রায় সারাদেশ ঘুরে মানুষের কাছ থেকে চিকিৎসাসেবা সংক্রান্ত অসংখ্য দুর্ভোগের গল্প শুনেছি। কেউ যেন অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা নেওয়া হবে।’

ডা. জারা জানান, মানসিক স্বাস্থ্যসেবাকেও অগ্রাধিকার দেওয়া হবে।

সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু