• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ আগস্ট সব তফসিলি ব্যাংক ও পোশাক কারখানা বন্ধ

ভিওডি বাংলা ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ১০:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সারা দেশে তফসিলি ব্যাংক এবং পোশাক কারখানা বন্ধ থাকবে। দিনটি সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ছুটির ঘোষণা দেওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে সব তফসিলি ব্যাংকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে গার্মেন্টস মালিকদের সংগঠনগুলোর পক্ষ থেকেও জানানো হয়েছে, ওইদিন সব পোশাক কারখানাও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৫ আগস্ট সরকারি ছুটি হওয়ায় দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।  

এর আগে, ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঐতিহাসিক গুরুত্বের এই দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটির আওতায় থাকবে।

ঐতিহাসিক প্রেক্ষাপট: ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে বিবেচিত হচ্ছে। এই দিনে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, দমন-পীড়ন ও বিতর্কিত নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে গণআন্দোলনের জোয়ার দেখা যায়। আন্দোলনের মুখে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনাকে অনেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সূচনা হিসেবে দেখছেন। ফলে দিনটি স্মরণে রাখতে সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে সরকারি ছুটি ঘোষণা করে।

জনসাধারণকে প্রস্তুতির আহ্বান: বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে, ছুটির দিন ব্যাংক লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তাই আর্থিক লেনদেন ও জরুরি কার্যক্রম আগে থেকেই সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। একই পরামর্শ পোশাক শিল্প সংশ্লিষ্টদের দিকেও দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার