• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পদ্মায় কোটি টাকার বালু লুট, ৬ জনকে জরিমানা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ৪ আগস্ট ২০২৫, ১১:০৪ এ.এম.
লাখ লাখ টাকার মোটা বালু লুটের অভিযোগ-ছবি-ভিওবি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীর কয়া, শিলাইদহ, মাজগ্রাম, কল্যাণপুর ও আশাপাশের পদ্মা নদী থেকে প্রতিদিন লাখ লাখ টাকার মোটা বালু লুটের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ফলে একদিকে হুমকিতে পড়েছে পরিবেশ। অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর ও মাজগ্রাম এলাকায় পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বলগেট ভরাট করছেন কয়েক জন শ্রমিক। খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে ৬ জনকে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ ও সংরক্ষণে আইনে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। 

এসময় শ্রমিক মো. হানিফ বলেন, ‘আমরা দৈনিক ৭০০-৮০০ টাকা হাজিরা হিসেবে কাজ করি। আমাদের নিয়ে এসেছে বালু ব্যবসায়ী সম্রাট।

গাইবান্ধা থেকে আসা শ্রমিক আসাদুল ইসলাম বলেন, ‘সম্রাটসহ কয়েকজন মিলে বালু তুলছে। আমরা শ্রমিক। একটি বলগেটে ৬ হাজার ফিট বালু থাকে। কত টাকায় বিক্রি হয় তা জানিনা। তার ভাষ্য, আজই প্রথম বালু তোলা হচ্ছে। একটু আগে অন্য একটি বলগেট ভরা বালু চলে গেছে।

স্থানীয়দের ভাষ্য, প্রতি ফিট বালু মান ও আকার ভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করা হয়। গেল তিন-চার মাস ধরে একটি চক্র অবৈধভাবে পদ্মার তলদেশ থেকে বালু তুলছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মো. সম্রাট হোসেন কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বেচ্ছাসবক লীগের সহ সম্পাদক। তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আতাত করে প্রতিদিন লাখ লাখ টাকার বালু তুলছেন।

আরও জানা গেছে, শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের ধুলাট মহাল পহেলা বৈশাখ থেকে একবছরের জন্য ইজারা দিয়েছে জেলা প্রশাসন। প্রায় ৮৯ লাখ টাকায় ইজারা নিয়েছেন রাফসান এন্টার প্রাইজের প্রোফাইটর ও সাবেক যুবদল নেতা সালমান এফ রহমান ওরফে বকুল। বকুল ও সম্রাট মিলেমিশে তুলছেন বালু।

এ বিষয়ে বালু ব্যবসায়ী সম্রাট হোসেন অভিযোগ অস্বীকার করে ফোনে বলেন, ‘বকুল নামের এক যুবদল নেতা পদ্মা ইজারা নিয়েছেন। আমি তার কাছ থেকে বালু কিনে অন্যত্র বিক্রি করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক সম্রাটের এক সহযোগী বলেন, ‘বকুল নৌকা চলাচলের জন্য প্রতি ফিট বালুর জন্য দেড় টাকা এবং বালু তোলার জন্য প্রতি ফিটে ৪ টাকা করে নেন। তার ভাষ্য, তিন - চার মাস ধরে চলছে বালু উত্তোলনের কাজ।’

অভিযোগ অস্বীকার করে ইজারাদার সালমান এফ রহমান ওরফে বকুল বলেন, ‘আমি শুধু বৈধ দেড়টাকা নিচ্ছি। স্বেচ্ছাসবক লীগ নেতা সম্রাট অবৈধভাবে প্রভাব খাটিয়ে বালু তুলছেন নিয়মিত।

উপজেলা সহকারী কমিশনার  ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, পদ্মায় অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ ও সংরক্ষণ আইনে ৬ জনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল