• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পলাশবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টায় যুবক গ্রেফতার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি    ৪ আগস্ট ২০২৫, ১২:২৬ পি.এম.
প্রতীকী ছবি

পলাশবাড়ী উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাকিল মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গতকাল রোববার (৩ আগস্ট) গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্প থেকে এ বিষয়টি জানানো হয়। এর আগে গত শনিবার দিবাগত রাত ২টার দিকে পলাশবাড়ী উপজেলার ভবানিপুরে এক বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল ভবানিপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।

অভিযানিক দলটি জানায় যে গত শনিবার বিকেল ৩টার দিকে অভিযুক্ত শাকিল মিয়া একই গ্রামের ছয় বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে স্বজনরা এগিয়ে এলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়। পরবর্তীতে দিবাগত রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং সার্বিক সহযোগিতায় সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সেনা ক্যাম্প কমান্ডার বলেন, অভিযুক্ত শাকিলকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল