• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তৈরি হচ্ছেন ব্রাজিলের পরবর্তী নেইমার!

স্পোর্টস ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পি.এম.
নেইমার-কাউয়ান বাসিলে-ছবি সংগৃহীত

মাত্র ১৩ বছর বয়সেই বিশ্ব ফুটবল অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন কাউয়ান বাসিলে, যিনি বেড়ে উঠেছেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে। তার বাবা ব্রাজিলের সাবেক ফুটবলার আন্দ্রেজিনহো। ফুটবল দক্ষতায় অনেকেই তাকে ব্রাজিলের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখছেন- কেউ কেউ বলছেন, তিনিই হতে পারেন পরবর্তী নেইমার!  

মাত্র ৮ বছর বয়সেই নজরে আসেন বাসিলে, এবং সেই বয়সেই ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকির সঙ্গে স্পনসরশিপ চুক্তি করেন- যা তাকে প্রতিষ্ঠানটির সর্বকনিষ্ঠ চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে ইতিহাসে স্থান দিয়েছে। তুলনামূলকভাবে, নেইমার এই চুক্তি করেছিলেন ১৩ বছর বয়সে, মেসি ১৫ বছর বয়সে।

বাসিলের ড্রিবলিং, পাসিং এবং গোল করার দক্ষতা ইতোমধ্যেই ফুটবল বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। মাত্র ১২ বছর বয়সেই তিনি সান্তোস অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়কত্ব করেন এবং দলকে আন্তর্জাতিক বয়সভিত্তিক টুর্নামেন্টে শিরোপা এনে দেন।

এখন ১৩ বছর বয়সে বাসিলে সান্তোস অনূর্ধ্ব-১৮ দলে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি ক্লাবটির সঙ্গে ইমেজ-স্বত্ব বিষয়ক চুক্তি করে আবারও শিরোনামে এসেছেন তিনি। এর আগে এত অল্প বয়সে এমন চুক্তি হয়েছিল শুধু নেইমারের।

ফলে ফুটবলবিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে- কাউয়ান বাসিলে সত্যিই কি হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী নেইমার?

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিম–বুলবুল প্রতিদ্বন্দ্বিতায় জমজমাট বিসিবি নির্বাচন
তামিম–বুলবুল প্রতিদ্বন্দ্বিতায় জমজমাট বিসিবি নির্বাচন
আগামীকাল শুরু হবে এশিয়া কাপের ১৭তম
আগামীকাল শুরু হবে এশিয়া কাপের ১৭তম
এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব
এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব