• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই শহীদের তালিকা থেকে ৮ জনের গেজেট বাতিল

ভিওডি বাংলা ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ০৬:১২ পি.এম.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার | ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

মিথ্যা তথ্যের ভিত্তিতে অন্তর্ভুক্তির অভিযোগে 'জুলাই শহীদ' হিসেবে স্বীকৃত আটজনের গেজেট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (৩ আগস্ট) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা প্রজ্ঞাপন জারি করে তাদের নাম বাতিল করে। পরে তা গেজেটে প্রকাশিত হয়।

গেজেট বাতিল হওয়া ব্যক্তিরা হলেন—

  • টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর: ২২৯)
  • ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (গেজেট নম্বর: ২২৪)
  • নরসিংদীর জিন্নাহ মিয়া (গেজেট নম্বর: ৩৭৫)
  • ঢাকার দৌলতখানের শাহ জামান (গেজেট নম্বর: ৬১১)
  • সাভারের মো. রনি (গেজেট নম্বর: ৭৬৬)
  • নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর: ৮১৮)
  • পটুয়াখালীর বশির সরদার (গেজেট নম্বর: ৮২৩)
  • শরীয়তপুরের বাঁধন (গেজেট নম্বর: ৮৩৬)

প্রজ্ঞাপনে গেজেট বাতিলের কারণ স্পষ্টভাবে উল্লেখ না করা হলেও, মন্ত্রণালয় সূত্রে জানা গেছে—নিহতদের পরিবার ও স্বজনরা ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাদেরকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করেন। সরকারের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা পাওয়ার লক্ষ্যেই এই কাজটি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এবং রুলস অব বিজনেস অনুসারে এই গেজেট বাতিল করা হয়েছে।

এর আগে দুই দফায় ৮৪৪ জনকে 'জুলাই শহীদ' হিসেবে গেজেটভুক্ত করে সরকার। গেজেটে শহীদদের নামের পাশাপাশি গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতামাতা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জেলা ও বিভাগ উল্লেখ করা হয়।

উল্লেখ্য, 'জুলাই গণঅভ্যুত্থান'-এ শহীদদের পরিবারকে সরকার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা প্রদান করছে। পাশাপাশি, পরিবার সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকারসহ পুনর্বাসনের জন্যও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সনদ ৯ মাসের মধ্যে বাস্তবায়নের সুপারিশ
জুলাই সনদ ৯ মাসের মধ্যে বাস্তবায়নের সুপারিশ
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ