• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘৩৬ জুলাই উদযাপন’ স্পিকারের তার থেকে আগুন, কয়েকজন আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ০৪:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে '৩৬ জুলাই উদযাপন' অনুষ্ঠানে স্পিকারের তার থেকে আগুন ধরে কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনা ঘটার পর দুপুর ২টা ১৭ মিনিটে অনুষ্ঠান সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার এবং স্পিকারের বক্স থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ জানান।

তিনি বলতে থাকেন, স্পিকারের তারে আগুন ধরে গেছে। আয়োজকরা বিষয়টি দেখুন।

তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলতে থাকেন, কয়েকটি বেলুনেও আগুন ধরে গেছে। দয়া করে সবাই শান্ত থাকুন। ভয়ের কিছু নেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজক ও স্বেচ্ছাসেবকেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

এ ঘটনায় কয়েকজন আহত হন এবং তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম জানা যায়নি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪