• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরানের দক্ষিণাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক    ৫ আগস্ট ২০২৫, ০৪:২৩ পি.এম.
প্রতীকী ছবি

ইরানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার (৫ আগস্ট) একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭৩। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা কম্পনের তীব্রতা আরও বাড়িয়ে তোলে।

তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, গত এক বছরে ইরানের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্পের ঘটনা বাড়ছে। সর্বশেষ জুন মাসে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পের ফলে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ভূগঠনের সক্রিয়তা এবং অগভীর উৎস থেকে উৎপন্ন কম্পনের কারণেই ভূমিকম্পগুলো বেশি ক্ষতিকর হয়ে উঠছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপনে ২৫ লাখ খরচ করে নারীর আত্মহত্যা
গোপনে ২৫ লাখ খরচ করে নারীর আত্মহত্যা
রাখাইনে মানবিক করিডর চায়নি জাতিসংঘ : টম এন্ড্রুজ
রাখাইনে মানবিক করিডর চায়নি জাতিসংঘ : টম এন্ড্রুজ
কর ফাঁকির দায় স্বীকার করে যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ
কর ফাঁকির দায় স্বীকার করে যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ