• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘জুলাই ঘোষণাপত্র’ ঐতিহাসিক গণ-অভ্যুত্থানেরই অর্জন : সাকি

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ০৮:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ ঐতিহাসিক গণঅভ্যুত্থানেরই অর্জন। এই ঘোষণাপত্র ২৪-এর জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানেরই অর্জন, সে কারণে এর আকাঙ্ক্ষাকে আমরা পূর্ণভাবে ধারণ করি। মুক্তিযুদ্ধসহ এ দেশের মানুষের শত শত বছরের সংগ্রামের ধারাবাহিকতায় এই অর্জন সম্ভব হয়েছে বলে আমরা মনে করি।

মঙ্গলবার ( ৫ আগস্ট ) জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর এক প্রতিক্রিয়া এসব কথা বলেন তিনি।

সাকি বলেন, এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন না করা হলে অতীতের মতোই পুরোনো বন্দোবস্ত আবারও ফেরত আসবে, জনগণকে অধিকারহীন করবে। কাজেই আমরা বাংলাদেশের মানুষের প্রতিই আহ্বান জানাবো, প্রতিটি মানুষ যেন এক হয়ে জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচার, শহীদের মর্যাদা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ায় জাগ্রত পাহারাদার হয়ে থাকেন। ন্যায়বিচার, সংস্কার, নির্বাচনের পথেই যা অর্জিত হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলাম ক্ষমতায় আসলে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে : ফয়জুল করীম
ইসলাম ক্ষমতায় আসলে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে : ফয়জুল করীম
চরম দুর্নীতির কারণেই বন্ধ হয় চিনিকল-পাটকল : সাকি
চরম দুর্নীতির কারণেই বন্ধ হয় চিনিকল-পাটকল : সাকি
নির্বাচনের অগ্রগতি জানতে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক
নির্বাচনের অগ্রগতি জানতে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক