• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তফসিলের আগে লটারিতে এসপি-ওসিদের পদায়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৬ আগস্ট ২০২৫, ০৪:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে লটারির মাধ্যমে পদায়ন করা হবে।

বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে তফসিল ঘোষণার আগে এসপি ও ওসিদের লটারির মাধ্যমে পদায়ন করা হবে। এতে করে পক্ষপাতের সুযোগ থাকবে না।’

তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। তাদের সবাইকে প্রশিক্ষণের আওতায় আনা হবে যেন তারা পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা