• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই ঘোষণাপত্রে জিয়াউর রহমানের নাম না থাকা পীড়াদায়ক : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ৬ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জুলাই ঘোষণাপত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম না থাকা পীড়াদায়ক। গতকাল জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানানো হয়েছে। আমিও স্বাগত জানাই। শুধু একটা কথা বলতে চাই এখানে একটু কার্পণ্য করা হয়েছে, এটা আমার কথা বলছি। যেখানে ২৩ বছরের আন্দোলনের পরে দেশ স্বাধীন হয়েছে। ওখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি রাখা হয়নি।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিজয় শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, যিনি এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ৭ নভেম্বরের বিপ্লব ডিমান্ড করে জিয়াউর রহমানের নাম। সেখানে সেটা আসেনি। তারপর বাকশালের পেট থেকে গণতন্ত্রকে বের করে এনেছিলেন, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আসেনি।

এটা আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে বলে আমি আজকে জনগণের সামনে তুলে ধরলাম।’ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা যে সফলতা উদযাপন করছি, সেটি শুধু ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল। আমাদের দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রামের কথা ভোলা যাবে না।’

ভিওডি বাংলা/ এমএইচ

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রিন সিগন্যালেই মনোনয়ন !
গ্রিন সিগন্যালেই মনোনয়ন !
জুলাই সনদ বাস্তবায়নে শহীদ মিনারে ঘোষণার আহ্বান পাটোয়ারীর
জুলাই সনদ বাস্তবায়নে শহীদ মিনারে ঘোষণার আহ্বান পাটোয়ারীর
২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়
২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়